ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪৮

দেশে আগামীতে প্লাস্টিকের সড়ক তৈরি হবে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৪ ১৪ সেপ্টেম্বর ২০২২  

আগামী বছর থেকে দেশে প্লাস্টিকের সড়ক তৈরির প্রকল্প হাতে নেয়া হচ্ছে। বাংলাদেশে উৎপন্ন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যকে সড়ক নির্মাণ সামগ্রীতে রুপান্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গত চার বছর ধরে এই উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। আগামী চার মাসের মধ্যে এটি চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। 

 

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং এই উদ্যোগের সমন্বয়ক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রাস্তা নির্মাণে প্লাস্টিক বর্জ্যের ব্যবহার শুধু প্লাস্টিক বর্জ্য সমস্যার টেকসই সমাধান দেবে না, বরং এর মাধ্যমে আরও টেকসই ও সাশ্রয়ী রাস্তা নির্মাণের সুযোগ সৃষ্টি হবে।

 

তিনি বলেন, বাংলাদেশে রাস্তার স্বল্প আয়ুষ্কালের একটি বড় কারণ বৃষ্টি। প্লাস্টিকের তৈরি রাস্তা ভারী বৃষ্টিতেও কম ক্ষতিগ্রস্ত হবে।